মাশেলস স্টিমুলেশন বা পেশি উদ্দিপক হলো ব্যাথা ও অন্যান্য পেশির সমস্যা নিরাময়কারী একটি যন্ত্র বিশেষ। সাধারণত চার ধরনের ইলেকট্রিক স্টিমুলেশন হয়।
এক, ইলেকট্রিক মাশেলস স্টিমুলেশন (Muscles stimulation or electric muscle stimulation - EMS)
দুই, নিউরোমাস্কুলার
ইলেকট্রিক স্টিমুলেশন (Neuromuscular electrical
stimulation - NMES)
তিন, ফাঙ্কশনাল ইলেকট্রিক স্টিমুলেশন (Functional electrical stimulation
- FES )
চার, ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক
নার্ভ স্টিমুলেশন (Transcutaneous Electric Nerve Stimulation - TENS)
মাশেলস স্টিমুলেশন বিভিন্ন ধরনের
হলেও তারা নূতন - পুড়ানো সকল স্নায়ু আর পেশীর সকল সমস্যা যেমন - ব্যাথা, শক্ত হয়ে
যাওয়া, প্যালারাইজ হওয়া, পেশীর স্বাভাবিক নাড়াচাড়া কমে আসা ইত্যাদি ক্ষেত্রে বেশ
কার্যকারী ভূমিকা নেই।
ইলেকট্রিক মাশেলস স্টিমুলেশন দ্বারা একটি ইলেকট্রিক ইম্পালস বা স্পন্দন ত্বকের মাধ্যম দিয়ে নির্দিষ্ট স্নায়ু ও পেশীতে পাঠানো হয়। একজন রোমান চিকিৎসক লক্ষ করেন যে গেঁটেবাতের রুগীকে যদি একটি নির্দিষ্ট মাত্রায় ইলেকট্রিক কারেন্ট দেওয়া যায় তবে তাতে ব্যাথা কিছুটা কমে আসে। এই ধারণাকেই কাজে লাগিয়ে আঠারো শতক থেকেই ইলেকট্রিককে চিকিৎসার একটি উপচার হিসাবে ব্যবহার হয়ে চলে আসছে।
এখানে যে
স্পন্দনটা মোটর নার্ভের মাধ্যকে ব্রেন থেকে আসছে সেই স্পন্দনই ইলেকট্রিক মাশেলস স্টিমুলেশনের মাধ্যমে কৃত্রিম ভাবে পেশীতে
পাঠান হয়, যাতে সেটি আগের মতই কাজ করতে পারে। এখানে কৃত্রিম ভাবে যে স্পন্দন পাঠান
হয় তা তিন রকম হয়।
এক, ফেরাডিক (FARADIC - FAR) - ইলেকট্রিক মাশেলস স্টিমুলেশনের
মাধ্যমে যখন ইলেকট্রিক পেশীতে পাঠান হয় তখন সেটি পাল্স মুডে বা থেমে থেমে আসে। যার
ফলে পেশিটি একবার শক্ত আর ঢিল হতে থাকে।
দুই, ইন্টারাপটেড গ্যালভানিক (INTERRUPTED GALVANIC - IG) - এই মুডে যখন ইলেকট্রিক পাঠান হয়
তখন তা পেশীতে লাগাতার প্রবাহিত হতে থাকে ফলে ব্যাধিত পেশীতে ইলেকট্রিক স্পন্দন
ক্রমশ বাড়তে থাকে।