'দারিদ্রতা' অন্যান্য রোগের মতোই একটি ভয়ঙ্কর রোগ। আমার মতে এটি সব থেকে বড় রোগ। ডায়াবেটিসের মতো এটিও মানুষকে সারা জীবন কুঁড়ে কুঁড়ে খেয়ে ফেলে। আমরা এটিকে কখনই রোগ মনে করিনা, কেবল ভাগ্যের দুঁহাই দিয়ে আরও নিত্য নতুন পরিকল্পনার লেগে পরি, আরও চেষ্টা, আরও কর্মোদ্দমে কোন চেষ্টাই বাকি রাখিনা। কিন্তু পরিণাম সেই একই হয়ে দাঁড়ায়, আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই ফিরে আসি। অবস্থার কোন উন্নতি দেখা যায় না। বরং পরিস্থিতি আরও প্রতিকুল হয়ে উঠে। এমন পরিস্থিতির মধ্যে যাদের জীবন থেমে গিয়েছে এই লেখাগুলি তাদের জন্য। একবার পড়ে দেখুন সঠিক রাস্তা খুঁজে পেয়ে যাবেন।