কিছু গুরুত্বপূণ ঔষধ
প্রাকৃতিক চিকিৎসা করার সাথে সাথে আমদের কিছু প্রয়োজনীয় ঔষধ সম্বন্ধে পরিচিতি থাকা একান্ত দরকার। যাতে হঠাৎ কোন দুর্ঘটনা ঘটলে আমরা যেন সঠিক চিকিৎসা করতে পেরে রুগীকে স্বাভাবিক করে তুলতে পারি। যেমন- হঠাৎ কেটে রক্ত পরা, আগুনে পুড়া, কোন পোকা-মাকড়ের কামড়ে ইত্যাদি ক্ষেত্রে আমাদের প্রথমেই কিছু ঔষধ নিয়ে একটি ফার্স্ট এইড বক্স বা প্রয়োজনীয় ঔষধ রাখার একটি নির্দিষ্ট জায়গা তৈরি করে রাখতে হবে। যাতে প্রয়োজনে সমস্ত ঔষধপাতি খুঁজে পাওয়া যায়। নিচে এমনি কিছু প্রয়োজনীয় ঔষধের সম্বন্ধে আলোচনা করা হল –
Gauze Bandage
Leukoplast
Band Aid
Crepe Bandage
O.R.S
O.R.S বা ওড়াল রিহাইড্রেশন সল্ট যা মৌখিক জল পূরণ কারী ঔষধ। এটি আমাদের শরীরে জলের অভাব পূর্ণ করতে সাহায্য করে। জল ফুটিয়ে তাতে এটিকে মিশিয়ে অল্প অল্প করে বারবার রুগীকে খওয়াতে হবে। বাজারে বিভিন্ন ধরণের ও.আর।।এস পাওয়া যায় যেমন - Electrol, Rictral, Electrobion, Relyte, Prolyte, Peditral ইত্যাদি।