Others - Naturopath to Spiritualism

Tuesday, January 8, 2019

Others


Metal Water বা ধাতব পানীয় - আমদের শরীরের ভিতরের অঙ্গ গুলির সঙ্গে যুক্ত ধাতু রোগ সারানর ক্ষেত্রে বিশেষ প্রয়োজন। তারা হল
১. তামা – যা স্নায়ুতন্ত্রের সঙ্গে যুক্ত সমস্ত রোগের ক্ষেত্রে খুবই প্রয়োজন। যেমন – হাইব্লডপ্রেসার, স্নায়ুচাপ, কুষ্ঠ, পোলিও ইত্যাদি।
২. রুপা – এটি প্রস্রাব ও হজম সংক্রান্ত রোগের ক্ষেত্রে খুবই প্রয়োজন।
৩. সোনা – নিঃশ্বাস প্রশ্বাসের গণ্ডগোল, ফুসফুস, হৃদপিণ্ড ও মস্তিষ্ক ব্যাথা বেদনা এবং সাধারণ শক্তি বৃদ্ধিকারি ওষুধ এটি বেশ উপযোগী।
৪. লোহা – আমাদের শরীরে লোহার একান্ত প্রয়োজন কারণ এটি রক্তে অক্সিজেন পরিবহণ করে।
এই সমস্ত ধাতু গুলিকে প্রয়োজন মতো জলের মধ্যে ফুটিয়ে একটি বিশেষ পানীয় তৈরি করা হয় যা আমাদের বহু রোগ নিরাময় করতে সাহায্য করে এবং শরীরে খনিজ উপাদানের প্রয়োজন মেটাতে সাহায্য করে।