Ethics | Rise your logic, justice and morality - Naturopath to Spiritualism

Thursday, January 3, 2019

Ethics | Rise your logic, justice and morality

 
Ethics 

and

 Morality

     
 নৈতিকতাই আমাদের জীবন যাত্রার সারথি। নৈতিকতাই আমাদের পশু স্তর থেকে উন্নত করে মানবতার স্তরে এনে দিতে সক্ষম করেছে। যেই জীবন যেই সমাজ যতো নীতিপরায়ণ সেই জীবন সেই সমাজ অতোটাই উন্নত, সুখি ও আনন্দতায় পূর্ণ। একটি নীতিই আমাদের মনের আবেগকে নিয়ন্ত্রণ করে বহু পাপ তাপ থেকে রক্ষা করতে পারে। মন ও বুদ্ধির মাঝে একটি সংযম রেখা অঙ্কন করে দেয় আমাদের নৈতিকতা। বুদ্ধির ভিতকে মজবুত করাই নৈতিকতার কাজ। বুদ্ধি মজবুত হলে ভাবের খেলায় বার বার ধাক্কা খাওয়া বন্ধ হয়। এই খেলায় যারা বারে বার ধাক্কা খেয়েছে তারা আমাদের দিয়ে গেছে এমনই সব উক্তি – অভিজ্ঞতা। যা আমাদের চলার পথকে আরও সুগম করে দেয়। সেই সবই এখানে আলোচ্য বিষয়।  



“ আমি ঈশ্বরকে বললাম শক্তি দাও
আমি যেন সাফল্য লাভ করতে পারি।
কিন্তু তিনি আমাকে করলেন দুর্বল ফলে আমি বিনম্রচিত্তে আদেশ পালন করতে শিখলাম।
আমি চাইলাম সুস্বাস্থ্য
যেন আমি কঠিন কাজের উপযুক্ত হতে পারি
কিন্তু আমি পেলাম অশক্ত শরীর
ফলে উন্নততর কাজে নিজেকে নিয়োগ করতে পারলাম না।
আমি সম্পদ চাইলাম যাতে আমি সুখী হতে পারি,
আমি পেলাম দরিদ্রা, যা আমাকে দিল গভীর জ্ঞান।
আমি চাইলাম ক্ষমতা, যাতে অনেক মানুষের সপ্রশংস দৃষ্টি আমার উপর নিবন্ধ হয়
আমি পেলাম দুর্বলতা, যার ফলে আমি সর্বদাই ঈশ্বরের প্রয়োজন অনুভব করি।
জীবনকে উপভোগের জন্য আমি সমস্ত কিছুই চাইলাম
আমি পেলাম জীবন, যার ফলে আমি সব জিনিস উপভোগ করি
আমি যা চেয়েছিলাম তা কিছুই পাইনি
কিন্তু আমি যা পেলাম তার প্রত্যেকটি আমি আশা করেছিলাম
আমার অনুচ্চারিত প্রার্থনা ঈশ্বর পূর্ণ করেছেন।
সব মানুষের মধ্যে আমি সব থেকে উত্তম আশীর্বাদ ধন্য ”


“ প্রতিদিন একাকী নির্জনে আপনার হিত চিন্তা করতে হয়, একাকী চিন্তা করলে পরম মঙ্গল লাভ হয় ”


“ ভালোবাসা ও সন্দেহ কখনও একে অপরের সঙ্গী হয় না ”


“ নিরাশার মধ্যেও যথেষ্ট আশার আলোক আছে।
যখন নিশির অন্ধকার সর্বাপেক্ষা ঘোরতর
তখন হইতেই প্রভাতের সূচনা হয় ”


“ মানসিক শক্তির ধ্বংসই প্রকৃত মৃত্যু ”


“ You may forget the one with whom you have laughed, but never the one with whom you have wept. ”


“ প্রতীকারের উপায় না থাকলে সহ্য করতেই হয়”


“ যখন কোন জিনিসের প্রতি বহু জনে আগ্রহী হয় তখন তা আর ভালো থাকতে পারে না ”


“ শৃঙ্খলা বোধই স্বাধীনতার আনন্দ দেয়। আবার শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের জন্য স্বাধীনতাকে খর্ব করতে হয়। সেটি যেমন কষ্ট দায়ক, তেমনি বিশৃঙ্খল জীবনের যে পরিণাম সেটিও বেদনাদায়ক ”