বিভিন্ন রোগ ও তার চিকিৎসা
Anemia বা রক্ত হীনতা - একজন স্বাভাবিক উচ্চতা ও ওজন বিশিষ্ট (উচ্চতায় ৫ ফুট এবং ওজন ৭০ কেজি.) প্রাপ্তবয়স্ক লোকের দেহে রক্তের পরিমাণ ৫০০০ সিসি বা ৫ লিটার। এই রক্তে বিভিন্ন ধরনের উপাদান থাকে
Colic বা পেটের যন্ত্রণা – নানা কারণে
পেটের ব্যাথা হয়ে থাকে। যেমন – গুরুপাক ও উত্তেজক দ্রব্য খাওয়া, কোন রকম বিষ
ক্রিয়া হওয়া, ঠাণ্ডা জাতীয় খাদ্য বেশি খাওয়া, কোষ্ঠকাঠিন্য রোগে নিয়মিত ভোগা,
অজীর্ণ, ঋতু শ্রাবের সময়, পিত্তথলিতে পাথর জমলে, মূত্র থলিতে পাথর হলে, পাকস্থলীতে
ক্ষত, কৃমিজনিত কারণে, উপাঙ্গ প্রদাহেও পেটে ব্যাথা হতে পারে।
পেটে ব্যাথার বহু লক্ষণ দেখা যায়। যেমন –
১.পেটের উপর বা মাঝ বরাবর যন্ত্রণা, কামড়ানো বা মোচড়ানো ভাব বা ব্যাথা হলে
তা বমি,পেটফাঁপা, বারবার মল ত্যাগের ইচ্ছা প্রভৃতি রোগের লক্ষণ প্রকাশ করে।
২. নাভির চারদিকে বিশেষত বাম দিকে প্রচণ্ড কামড়ানি ভাব থাকলে বা টিপলে
প্রচণ্ড ব্যাথা লাগলে তা আমাশার কারণে পেটেব্যাথা ধরা হয়।
৩. ডানদিকের তলপেটে ব্যাথা হলে উপাঙ্গ প্রদাহ বা অ্যাপেন্ডিসাইটিস বলে ধরা
হয়।
৪. তলপেটের মাঝখান বরাবর ব্যাথা হলে এবং
প্রস্রাবের সময় তলপেটে প্রচণ্ড যন্ত্রণা হলে কিডনির গন্ডগোল হলে ধরা হয়। Strock বা পক্ষাঘাত - মস্তিষ্কে রক্ত চলাচলে বাঁধা পরলে বা কোন কারণে রক্তের অভাব হলে বা রক্ত ক্ষরণ হলে ব্রেইন স্ট্রোক বা মস্তিষ্ক পক্ষাঘাত হয়। মস্তিষ্কে প্রয়োজনীয় রক্ত,অক্সিজেন ও পুষ্টির অভাবে
Vomiting বা বমি – অতিভোজন, অজীর্ণ,
রাত্রি জাগরণ, মাদক সেবন, মানসিক চাপ, খাবারের সাথে নোংরা বস্তু পেটে যাওয়া
প্রভৃতি কারণে হয়। এ ছাড়াও ক্রিমি, আমাশয়, উপাঙ্গ প্রদাহ, ভ্রমণ, গর্ভাবস্থা,
প্রবল জ্বরে, লিভারের রোগ, হেপাটাইটিস চরম পর্যায়ে পৌঁছালে কিছু খাওয়া মাত্র বমি হয়।