জীবন কাকে বলে ? জন্ম ও মৃত্যু এই দুয়ের
মাঝের যে অংশ বা সময়কাল তাকেই বলা হয় জীবন। লক্ষ্য করলে দেখা যাবে যে এই জীবন কালে
আমরা কোন কিছুই ধরে রাখতে পারি না। মানে কোন কিছুই আমাদের সাথে থাকে না। না কোন
আত্মীয়স্বজন, না বন্ধু বান্ধুব, না বিষয় সম্পত্তি, না রূপ না রঙ। যে শরীরটিকে সুখ-
সাচ্ছন্দে ভোরে রাখার জন্য দিন রাত্রি পরিশ্রম করি সেটাও সময়ের সাথে পরিবর্তন হতে
থাকে। তবে কে আমাদের পরম বন্ধু বা আপন ? এর উত্তরে বলা যায় আমাদের শ্বাসই হল
আমাদের পরম বন্ধু, পরম মিত্র, পরম আপন। কারণ শ্বাস যদি না চলে তবে আত্মীয় স্বজন
বন্ধু বান্ধব বিষয় সম্পত্তি সব পড়ে থাকবে। শ্বাসই যে আমাদের পরম বন্ধু সে কথা আমরা
খেয়াল করি না। সমস্ত জীব শ্বাসকে নিয়ে তার জীবন অতিবাহিত করে। অথচ কেও শ্বাসের
প্রতি নজর দেয় না। তবে শ্বাসের প্রতি নজর দিই বা না দিই সে তার কাজ করে চলেছে। তবে
এই শ্বাসের প্রতি নজর দিলেই শ্বাস স্থির হয়। যাকে কুম্ভক বলে। শ্বাস স্থির হলে মনও
স্থির হয়। তখন অন্তরে চৈতন্য বা স্থিতি ভাব জেগে উঠে। তাই শ্বাসে নজর দিলেই যোগ,
নাতো ভোগ আর তারপরেই শুরু হয় রোগ। আমরা রিপু পাশের সাথী হই। অথচ এই রিপুগুলিই
আমাদের সারা জীবন দগ্ধ করে মারে। যে শ্বাস আমাদের বাঁচিয়ে রেখেছে আমরা তাকে ভুলে যায়
এবং যারা আমাদের চির শ্ত্রু তাদের প্রশ্রয় দিই। এই জন্যই আমাদের জীবনে এত দুঃখ।
হংসযোগ এমনই একটি যোগপ্রক্রিয়া যার সাহায্যে আমরা শ্বাসের সাথে সঙ্গ হতে পারি। যার
দ্বারা আমাদের জীবন দিব্য জীবনে পরিণত হতে পারবে।
Tuesday, January 29, 2019
Home
Unlabelled
A best friend | Who is the best friend in our whole life ??